ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 26, 2026 2:36 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৬ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও-এর উদ্যোগে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পৃথক পৃথকভাবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী, উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন। প্রশিক্ষণে দুর্নীতি কি ও কেন ঘটে, দুর্নীতির তপশীলভুক্ত অপরাধসমুহ, সমাজ ও রাষ্ট্রে দুর্নীতির প্রভাব,দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উল্লেখযোগ্য কাজের বাস্তব উদাহরণ ( অভিযান,মামলা ফাঁদ ইত্যাদি), দুদক আইন ২০০৪ ও দুদক বিধিমালা ২০০৭ (দুদকের ক্ষমতা ১৯ ধারা, শাস্তির ধারাসমুহ, ফাঁদ ,মামলা, এনফোর্সমেন্ট, ২৬ এবং ২৭ ধারা ইত্যাদি, দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য, কমিটির সদস্যদের নৈতিক আচরণবিধি, দুর্নীতি শনাক্তকরণ ও রিপোর্টিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। সহকারী পরিচালক আজমির শরীফ মারজী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সচেতন নাগরিকের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করলেই দুর্নীতিমৃক্ত সমাজ গঠন সম্ভব হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্রিয় অংশষগ্রহণের মাধ্যমে তৃণমুল পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চা আরও বেগবান হবে। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধে করণীয়, নাগরিক দায়িত্ব, আইনগত কাঠামো ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন যাচাই করা হয়। মূল্যায়নে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।