ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জের ভীমপুর দাখিল মাদ্রাসায় গণভোট বিষয়ে অভিভাবক সমাবেশ

Mahamudul Hasan Babu
January 26, 2026 2:41 pm
Link Copied!

আব্দুল্লা‌হিল শাহীন, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুরে গণভোট বিষয়ে সচেতনতামূলক দিনব‌্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভীমপুর দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশের আয়োজন করে অত্র শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি, মিডিয়া ব্যক্তিত্ব ও প্রভাষক বুলবুল হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল হোসেন গণভোটের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। এ প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, সচেতন নাগরিক হিসেবে গণভোট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুর।
বিশেষ করে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ তারা নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পারেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকরা গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সভাপতি বুলবুল হোসেন সেগুলোর ব্যাখ্যাসহ উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বে গণভোটের পদ্ধতি, অংশগ্রহণের নিয়ম ও নাগরিক দায়িত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সমাবেশে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।