মোঃ আকতারুজ্জামান রানাপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: করতোয়া নদীর বুক চিড়ে অবাধে বালু উত্তোলন স্বাস্থ্য ঝুঁকি হুমকির মুখে। প্রভাবশালীদের দখলে করতোয়া নদী অবৈধ বালু উত্তোলনে অভিযানের দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে গ্রামীণ কাঁচা-পাকা সড়কের ব্যাপক ক্ষতিসহ স্কুল পড়ুয়া কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ধুলাবালির কারনে পথচারীদের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত বাড়ছে। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে দিনরাত লাইসেন্স বিহীন গাড়ি প্রশিক্ষণ ছাড়া শিশু ড্রাইভার অনারগোল বালু বহন কাজে নিয়োজিত রয়েছে। এতে করে গ্রাম পল্লীতে প্রায়শই সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
পীরগঞ্জ উপজেলা সদও থেকে ১২ কিলোমিটার পশ্চিমে চতরা, বড় আলমপুর এবং টুকুরিয়া ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহমান করতোয়া নদী বয়ে গেছে। বালু খেকোদের কারনে নদীর নব্যতা হারিয়ে ফেলছে। টুকুরিয়া ইউনিয়ন ওয়াজেদ সেতুর দক্ষিণ ও উত্তরে ৫ টি চলমান বালু পয়েন্ট রয়েছে।
বড় আলমপুর ইউনিয়নে বাঁশপুকুরিয়া ও শাল পাড়া ঘাটে বড় ড্রেজার মেশিন দিয়ে প্রকাশে বালু উত্তোলন ও বিক্রি করছে বালু খেকোরা। একই ইউনিয়নের বানুর ঘাটেও একটি পয়েন্ট থেকে একই ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে পার্শ্ববর্তী আবাদি জমি এবং ঘর-বাড়ি। ভেঙেচুরে অচল হয়ে পড়েছে ওইসব এলাকার চলাচলের রাস্তা-ঘাট।এছাড়াও উপজেলার পূর্বাঞ্চলে নলেয়া নদীর কয়েকটি স্থান থেকে বালু উত্তোলন করে গাড়ি যোগে বিক্রি করা হচ্ছে। এলাকাবাসী জানান, বালু পয়েন্ট থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির কারণে টুকুরিয়া এবং বড় আলমপুর বালু পয়েন্টের আশপাশের রাস্তা দিয়ে বাইসাইকেল,ভ্যান-রিকশা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং পথচারীদের দুর্ভোগ বাড়ছে।সম্প্রতি একটি বালুর পয়েন্টে প্রশাসন হানা দিলেও পরেরদিন থেকে বালু উত্তোলনকারীদের কর্মকাণ্ড আরো বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রতিনিধিরা বলছেন, বড় নদী থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু সরিয়ে নেয়া হচ্ছে। এতে করে নদী তার গতি হারাতে বসছে। অপরদিকে নদীর পার ভেঙে কৃষি জমি কমে যাচ্ছে। ব্াঁশপুকুরিয়া এলাকার দুটি পয়েন্ট জনগণের বেশি ক্ষতি করছে। বালুকারবারিদের নিয়মিত মামলাও গাড়ির আটক করলেই তাদের কর্মকান্ড কমতে পারে বলে তারা দাবি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন জানান, অবৈধ বালুর পয়েন্ট গুলোতে মোবাইল কোট পরিচালনার কাজ চলমান রয়েছে।
