ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে যমুনার চরাঞ্চলে ব্যতিক্রমী প্রচারণা,ঘোড়ার গাড়িতে চড়ে ভোট প্রার্থনা 

Mahamudul Hasan Babu
January 26, 2026 2:49 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২(ইসলামপুর) আসনে যমুনা
নদীর চরাঞ্চলে ব্যতিক্রমধর্মী উপায়ে ভোটারদের কাছে পৌঁছেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
সোমবার(২৬সোমবার) দিনব্যাপী প্রবাহমান যমুনা নদীর কারণে দিখণ্ডিত কুলকান্দি ইউনিয়নের পশ্চিম অংশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। নদী ও বিস্তীর্ণ বালুচর অতিক্রমের জন্য একমাত্র বাহন হিসেবে ঘোড়ার গাড়িতে চড়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ধানের শীষ প্রতীক নিয়ে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই বলেন,দুর্গম এলাকায় এভাবে প্রার্থীর সরাসরি উপস্থিতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।