রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২(ইসলামপুর) আসনে যমুনা
নদীর চরাঞ্চলে ব্যতিক্রমধর্মী উপায়ে ভোটারদের কাছে পৌঁছেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
সোমবার(২৬সোমবার) দিনব্যাপী প্রবাহমান যমুনা নদীর কারণে দিখণ্ডিত কুলকান্দি ইউনিয়নের পশ্চিম অংশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। নদী ও বিস্তীর্ণ বালুচর অতিক্রমের জন্য একমাত্র বাহন হিসেবে ঘোড়ার গাড়িতে চড়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ধানের শীষ প্রতীক নিয়ে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই বলেন,দুর্গম এলাকায় এভাবে প্রার্থীর সরাসরি উপস্থিতি তাদের মধ্যে আশার সঞ্চার করেছে।
