ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক ২দিন ব্যপি কর্মশালার শুভ উদ্বোধন।

Mahamudul Hasan Babu
January 26, 2026 3:44 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক ২ দিনব্যাপি কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎‎সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গেøাবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক এই কর্মশালার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার এর সভাপতিত্বে এবং গেইনের প্রতিনিধি সামিহা ইসরাত সিলভিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ ও আফরোজা হক আঁখি । কর্মশালায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সেশনটি পরিচালনা করেন, গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ) ও গেøাবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার- এর আর্থিক সহযোগিতায় এবং ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় এই কর্মশালাটি ২৭ জানুয়ারী-২০২৬ পর্যন্ত চলবে।
‎‎২ দিনব্যপি এই কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতবৃন্দ অংশগ্রহণ করেন।