ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ ও ঘর ভাঙচুরের অভিযোগ

Mahamudul Hasan Babu
January 27, 2026 2:36 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধন এবং টিনের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আশরাফুল (ইসলাম) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকায় আশরাফুল আলীর স্ত্রীর নামে রেকর্ডভুক্ত জমি নিয়ে প্রতিবেশী গোপীনাথ রায় (৫৫), তার স্ত্রী বিথী রানী (৫০), সধীর চন্দ্র রায় (৬৫) ও সুমন রায়ের মো : রশিদুল মেকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার স্ত্রীর মালিকানাধীন জমিতে থাকা একটি ৮ হাতি টিনের ঘর জমিতে থাকা আমের গাছ জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে।

গত (২৬ জানুয়ারি) বিকালে আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীর জমিতে অনধিকার প্রবেশ করে দুটি আমগাছ কেটে ফেলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ২৬ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৫টার মধ্যে বৈরাগী কুমোর মৌজার মোল্লার বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ভুক্তভোগীর ভোগদখলীয় ১৬ শতক জমির পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় এক লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

এরপর ২৭ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর বায়নাকৃত জমিতে থাকা একটি টিনের চালা ভাঙচুর করতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জীবন রক্ষার্থে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, অভিযুক্তরা ভূমিদস্যু ও দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় তার ওপর গুরুতর হামলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

গোপীনাথ রায় একাধিকবার তার মুঠোফোনের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং তার বাসায় গিয়ে তার দেখা পাওয়া যায় না।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি পুলিশ পাঠিয়ে তদন্ত করে বিষয়টি আমলে নেবে।