ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

Mahamudul Hasan Babu
January 27, 2026 2:01 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় অবস্থিত হোমল্যান্ড কিন্ডার গার্টেন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। সহকারী শিক্ষক শিউলী বেগমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদর মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ মতিয়র রহমান। কিন্ডার গার্টেনের নিয়ম কানুন ও পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রতন কুমার বিলাশ। হোমল্যান্ড কিন্ডার গার্টেনকে একটি আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। আরো বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ মোছাঃ আছমা বেগম ও অভিভাবকবৃন্দ। বক্তারা সন্তানদের গড়ে তোলার ব্যাপারে মায়েদের ভুমিকার বিষয়ে আলোকপাত করেন।