স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
যশোবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার।
সমাপনী দিনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা মত প্রকাশ করেন।
