ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মুক্ত বাংলাদেশ ও আইনের শাসন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিতে হবে -মনোয়ার হোসেন খান

Mahamudul Hasan Babu
January 27, 2026 2:44 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে ধানেরশীষে ভোট দিতে হবে। মাগুরার পৌরসভার ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিরাট মহিলা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান এ কথা বলেন। মাগুরা পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ নং ওয়ার্ডের সহ সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয প্রাঙ্গনে গতকাল বিকেলে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াজ রহমান,যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহানসহ অন্যরা। প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্পদিনে বাংলাদেশকে পৃথিবীর বুকে সম্মানিত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার স্ত্রী দেশের অর্থনীতিকে করেছিলেন সুদৃড়। আর তাদের যোগ্য উত্তরসুরি তার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান্যান তারেক রহমান দেশে গনতন্ত্র পূণ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানুষের সকল চাওয়া পূরণ করবে। তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের মাহমুদুর রহমান তিতাসসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।