ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুষ্টি কর্ম পরিকল্পনা মুল্যায়নে মাল্টি স্টেক হোল্ডাদের কর্মশালা

Mahamudul Hasan Babu
January 27, 2026 2:39 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

২৭ই জানুয়ারি (মঙ্গলবার) সকালে বিরল উপজেলা পরিষদ হল রুমে ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে কর্মশালায় বিরল উপজেলার ১০ টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পার্থজ্বীময় সরকার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে গেইনের প্রতিনিধি সামিহা ইসরাত সিলভিয়া কর্মশালাটি সঞ্চালনা ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সেশনটি পরিচালনা করেন গেইনের কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ