এম এম এ রেজা পহেল ধর্মপাশা,মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণের চানপুর গ্রামের হিন্দু পরিবারের সদস্য শংকর কুমার সাহা, পিতা মহাদেব সাহা, বিশরপাশা, কলমাকান্দা, এর সাথে চানপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম, আবুল কালাম, আলা উদ্দিন ও আব্দুস সালাম সর্ব পিতা শামসুল হক এর সাথে দীর্ঘদিন ধরে কৃষি জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্হানীয় সূত্রে জানা যায় শংকর কুমার সাহার বাবা অত্র দাগে থেকে ৭৫ শতক জমি বিক্রি করেছেন কিন্তু উল্লেখিত বিবাদীগন জোর পূর্বক দাগের পুরো ৯৬ শতক জমিই দখলে নিয়ে নেন। স্হানীয় আলোচনায় সমাধান না পেয়ে গত ১১/০১/২৬ তারিখে শংকর কুমার সাহা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালত ধর্মপাশা অভিযোগ দায়ের করেন, দায়ের কৃত অভিযোগের প্রেক্ষিতে আদালত ২১/০১/২০২৬ ইং তারিখে আইন শৃঙ্খলা রক্ষায় মধ্যনগর থানা পুলিশ প্রেরণ করে উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেন এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন। বিবাদীগণ গতকাল সকাল থেকেই আদালতে নির্দেশ অমান্য করে জোর পূর্বক জমিতে সাবমার্সেবল ডিপ মেশিন স্হাপন পানি চেষের ব্যবস্হা করেন। বাদী শংকর কুমার সাহা বাঁধা দিলেও বিবাদীগণ কর্নপাত করেননি নিরুপায় হয়ে বাদী পূনরায় থানা পুলিশের কাছে অভিযোগ করেন।
আবুল কাসেম বলেন, আমার বিরুদ্ধে আভিযোগ সত্যি নয়, আমি ১৪৪ ধারা ভঙ্গ করিনি। আমাকে ফাসানোর জন্য দালালরা এসব করছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন ছুটেতে থাকায় দায়িত্বরত এস আই আলমগীর বলেন – থানা পুলিশের পক্ষ থেকে বিবাদীদের ফোন করে বলে দেওয়া হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখতে।
