মোঃ রেজাউল করিম,লালমনিরহাট।লালমনিরহাটে নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম,পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
