ঢাকাWednesday , 28 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ভুমি অফিসের ড্রাইভারের নামে খালের জমি বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর অবস্থান ও বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
January 28, 2026 4:01 pm
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ীর প্রবাহমান খালে ২০১৯.২০২০ সালে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বন্দোবস্ত দিয়েছে আমতলী ভুমি অফিসের ড্রাইভার মো. সোহেল ও তার স্ত্রী সানিয়া আক্তারের নামে ভুমি বন্দোবস্ত কমিটি। বুধবার বেলা ১১ টার সময় সোহেল তার লোকজন নিয়ে খালের মধ্যে পাইলিং এর কাজ শুরু করলে স্থানীয় লোকজনের বাধার মুখে চলে যায়।

তখন তখন কয়েকশত নারী পুরুষ ভুক্তভোগিরা উক্ত বন্দোবস্ত বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেন। তখন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী তার কার্যালয় থেকে নেমে এসে ভুক্তভোগিদের সাথে কথা বলে তাদের শান্ত করেন।

জানাগেছে, বন্দোবস্ত কেস নং ৬০/২০১৯-২০২০ নংকেসের মাধ্যমে কালীবাড়ী প্রবাহমান খালের মধ্যে ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে সোহেল পিতা আব্দুর রহিম ও সোহেলের স্ত্রী সানিয়া আক্তারের নামে উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটি অনুমোদন করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠায়। জেলা খাসজমি বন্দোবস্ত কমিটি উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির সুপারিশ ও অনুমোদন করায় জেলা খাস জমি বন্দোবস্ত কমিটি কালিবাড়ী খালের ৩০ শতাংশ খাল নাল জমি দেখিয়ে বরাদ্ধ দেন।

ভূক্তভোগি মো.মোমেন আকন জানান,এই কালিবাড়ী খাল প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়ে ২ শতাধিক পরিবার খালের পানি তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করেন।এই পরিবারগুলোর শতশত একর কৃষি জমিতে খালের পানি দিয়ে কৃষি কাজ করতে হয় ।খালের মুখে উপজেলা খাস বন্দোবস্ত কমিটি ৩০ শতাংশ জমি বন্দোবস্ত দেয়ায় ফুসে উঠেছে ওই এলাকার ভুক্তভোগিরা। তারা অবিলম্ভে এই বন্দোবস্ত বাতিলের দাবী জানান।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন চাওড়া ইউনিয়ন যুবদল সভাপতি মো. মোমেন আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাকিবুল ইসলাম. ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রিয়াজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এবিষয় আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ভুক্তভোগিদের দাবীর কথা শুনেছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।