মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় নিয়ে ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।
তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।
নির্বাচনী আচরণবিধির প্রতিটি ধাপ ব্যাখ্যা করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু।
উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ২৫ কুড়িগ্রাম-১ আসনের গন অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, বিএনপি’র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি কাজী গোলাম মোস্তফা, জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি ও উপজেলা আমির আনোয়ার হোসেন, জাতীয় পার্টির নির্বাচনী সমন্বয়ক শাহিন ব্যাপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
সভায় সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে সকল উপস্থিতি একমত পোষণ করেন এবং সম্মিলিতভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
