ঢাকাWednesday , 28 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায়, চরমোনাই পীর

Mahamudul Hasan Babu
January 28, 2026 5:44 pm
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

বুধবার (২৮জানুয়ারি) বিকেল ২টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী ও কচাকাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনির পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় ঘিরে লক্ষাধিক মানুষ উপস্থিতি লক্ষ্য করা গেছে।

২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। দুধকুমার নদের উপর একটি সেতু এবং সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মাঝামাঝি একটি ৩০শষ‍্যার হাসপাতাল করার আশ্বাস দেন তিনি। এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বলেন, যে নীতি ও আদর্শের মাধ্যমে গত ৫২/৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে এবং তাতে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়া কিছুই বাস্তবায়িত হয়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখো মানুষ জীবন দিলেও এর বিনিময়ে দেশ আজ দুর্নীতিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছিল। সে সুযোগ কাজে লাগানোর পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতালোভী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট প্রকাশ্যেই জানিয়েছে, তারা ইসলামি শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না বরং প্রচলিত ব্যবস্থাতেই রাষ্ট্র চালাবে। যদি তাই হয়, তাহলে এতো আত্মত্যাগের প্রয়োজন ছিল কেন?

পীর সাহেব চরমোনাই আবেগঘন কণ্ঠে বলেন, আবু সাইদ বুক পেতে দিয়ে কেন বৈষম্য দূর করতে চেয়েছিল? মুগ্ধ কেন ‘পানি পানি’ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েছিল? তারা কেউই প্রচলিত ব্যবস্থায় দেশ চালানোর জন্য জীবন উৎসর্গ করেনি।এ সময় তিনি ইসলামের পক্ষে একমাত্র শক্তি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উল্লেখ করে আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জনসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্রনেতা সুলতান মাহমুদ, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী হারিসুল বারী রনি, এবং নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার দলীয় নেতাকর্মীরা।