ঠাকুরগাঁও প্রতিনিধি:- ১৯৭১ সালে পাক বাহিনী অনেক অত্যাচার করেছে৷ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে৷ পেট্রোল পাম্প ট্যাংক সবই নিয়ে গেছিলো৷ পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি। আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷
বিএনপি মহাসচিব বলেন, হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি৷ পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হত এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে৷ যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে৷
মির্জা ফখরুল বলেন, আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব৷ বিএনপি আগামীতে সরকার গঠন করবে৷ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর৷ যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল। প্রথম দিন স্টেজে ওঠে বললেন আমার একটা পরিকল্পনা আছে৷ পরিকল্পনা হল উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হল ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা,স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন৷
এসময় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
