রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের ইসলামপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাবু হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকসহ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধায় ইসলামপুর বাজার বণিক সমিতি অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আউয়াল খান লোহানী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান লোহানী (সোহাগ),পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন,যুবনেতা জাহিদ আনোয়ার খোকন,মোস্তফা মণ্ডল ও তালেব কাজীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাবু হাসান রানা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে ইনশা আল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পর বিএনপি সরকার গঠন করবে। আমরা দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে একটি শান্তিময় এবং অহিংস ইসলামপুর গড়ে তুলব।’
বক্তারা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। এ যোগদানের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন
