মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার এবং আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সালেক মুহিদ।
আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা ফয়জুর রহমান লাভু এবং আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুগ্ম সচিব ও অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পানি সম্পদ মন্ত্রণালয়) মোল্লা মিজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিএস) মোঃ আসাদুজ্জামান,শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ আব্দুল গনি,শ্রীপুর থানার অফিসার ইনচার্জ, শ্রীপুর মোঃ শাহিন মিয়া,জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আব্দুর রশিদ;সহকারী শিক্ষা অফিসার এবং আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কুমার পালসহ এলাকার বিশিষ্টজনেরা।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৬৫ ইভেন্টে ৫শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
