ঢাকাFriday , 30 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইজিবাইকে চা–পাতার প্যাকেটে লুকানো ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-১

Mahamudul Hasan Babu
January 30, 2026 1:56 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ইজিবাইকের ভেতরে চা–পাতার প্যাকেটে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে র‌্যাব–১৩, সিপিসি–১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব–১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভাস্থ ০৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ইজিবাইকের পেছনের সিটের সামনে ফাঁকা জায়গায় রাখা একটি চা–পাতার প্যাকেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনকারী মো. তাউহিদ ইসলাম রতন (৩০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাউহিদ ইসলাম রতন ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মো. মিলনের ছেলে।‌ সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা মাদক কারবারিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় ও বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে জব্দকৃত আলামতসহ তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব–১৩ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।