ঢাকাFriday , 30 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যা: লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

Mahamudul Hasan Babu
January 30, 2026 2:06 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) কে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তি পৌর সদরের কীর্তিপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে প্রতিবন্ধী শামীম পারভেজ নিজের উপার্জনের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে অনেক রাত হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসার এক পর্যায়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেও তাকে খুঁজে পায়না। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামস্থ তৌহিদুল ইসলামের কলাবাগানে স্থানীয়রা অপরিচিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ফাঁস লাগানো এবং মুখ লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।পরবর্তীতে থানা পুলিশের অনুসন্ধানে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। এরিপোর্ট লেখা পূর্ব মুহূর্ত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
‎থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, প্রতিবন্ধী শামীম পারভেজ ভ্যান চালিয়ে দিন যাপন করতেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।