ঢাকাFriday , 30 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

Mahamudul Hasan Babu
January 30, 2026 2:08 pm
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে গতকাল থেকে শুরু হয়েছে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। মেলাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, প্যাডসহ নানা প্রযুক্তিপণ্যের ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড়। পাশাপাশি থাকছে র‍্যাফেল ড্রর মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ।

দেশের সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, টিভি বক্স, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। কোম্পানিভেদে এসব পণ্যগুলোর ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ব্র্যান্ডনিউ স্মার্টফোন জেতার সুযোগ রেখেছে শাওমি। প্রদর্শনী চলাকালীন র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন একটি করে রেডমি ১৫ উপহার হিসেবে পাচ্ছেন সৌভাগ্যবান বিজয়ী।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিন ব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।