ঢাকাFriday , 30 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

Mahamudul Hasan Babu
January 30, 2026 2:06 pm
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি নির্বাচনী মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মাগুরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক এম. বি.বাকের-এর পক্ষে একটি মিছিলটি বের করা হয়। মিছিলটি মহম্মদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রওশন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হোসাইন আহমেদ কাবুল।অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আবু সুফিয়ান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় আমীর মাওলানা মো.নুর আহম্মেদ।
বক্তারা বলেন,সৎ,যোগ্য ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে বিজয়ী করা জরুরি।তারা মাগুরা-২ আসনের সর্বস্তরের জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও ১০ দলীয় নির্বাচনী জোটের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।