ঢাকাSunday , 3 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে বন্দুকের ৪ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার

Mahamudul Hasan Babu
November 3, 2024 12:41 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নির্মাণাধীন ঘরের বাথরুমের বালির গাঁদা (স্তুপ) থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের ৪ রাউন্ড সিসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রবিবার র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ (পিপিএম) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের সদস্য,সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশ গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে ওই গ্রামের শহিদুল সর্দারের ছেলে সােহাগ সর্দারের নির্মাণাধীন ঘরের বাথরুমের বালি গাঁদা খুঁড়ে কার্তুজগুলাে উদ্ধার করা হয়। ক্যাম্প কমান্ডার আশরাফ উল্লাহ (পিপিএম) জানান,চরগােয়াল গ্রামের সােহাগ সর্দারের বাড়িতে অস্ত্র রাখা রয়েছে এমন গােপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে র‌্যাব,সেনাবাহিনী ও গাংনী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বন্দুকের ৪টি সিসা কার্তুজ উদ্ধার করা হয়। এগুলাে কে বা কারা রেখেছিল,তা চিহ্নিত করতে র‌্যাব মাঠে নেমেছে। জিজ্ঞাসাবাদে বাড়ির মালিকের কোন সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং তথ্য দাতার সংবাদ উদ্দেশ্যে প্রণােদিত মনে হওয়ায় কার্তুজগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।