ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

Mahamudul Hasan Babu
January 31, 2026 5:50 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া, ধলা, রংমহল ও খাসমহলসহ বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় আচরণবিধি লঙ্ঘনের বিষয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়। এ সময় ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন এবং গণভোট বিষয়ে প্রচার কার্যক্রমও সম্পন্ন করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর, খন্দকারপাড়া ও আশরাফপুর গ্রামে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তোরণ নির্মাণ এবং নির্বাচনী প্রচারণায় রঙিন ব্যানার ব্যবহারের অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৩(ক) ও ৭(ঙ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭ মোতাবেক সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে সন্ধ্যায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের যাদুখালি ও পিরোজপুর এবং বারাদি ইউনিয়নের বারাদি, রাজনগর ও জুগিন্দা গ্রামে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্টের আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বারাদি গ্রামে একটি বাড়ির সামনে নির্বাচনী প্রতীকের আলোকসজ্জা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৩(গ) লঙ্ঘনের অপরাধে বিধি ২৭ অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মীকে অর্থদণ্ড প্রদান করা হয়।