ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে আসছেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর

Mahamudul Hasan Babu
January 31, 2026 5:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :আবু সালমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় অংশ নিতে আসছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর। এ সময় তাঁর সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে চরমোনাই পীরের আগমন এবং জনসভা সফল করার প্রস্তুতি নিয়ে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় কমলনগরে ইসলামী আন্দোলনের স্থানীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী এবং কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ।
প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, আগামীকালের জনসভায় চরমোনাই পীর হাতপাখা প্রতীকের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি রামগতি-কমলনগরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়েও বক্তব্য প্রদান করবেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের আরিফী, মুফতি শরীফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক শোরাফ উদ্দীন স্বপন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা আবুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।