ঢাকাSunday , 3 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এখনো অধরা কুখ্যাত বনদস্যু শহিদ

Mahamudul Hasan Babu
November 3, 2024 12:53 pm
Link Copied!

রবিউল আলম বাদল  ঘাটাইল  (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইলে পাহাড়ি এলাকায় বিভিন্ন অপরাধের মূল হোতা ও মারামারি  মামলায় এখনো অধরা রয়েছে  কুখ্যাত বনদস্যু মো,শহিদ। তার  বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নে। সে মানাজী গ্রামের মৃত আজিমউদ্দিন এর ছেলে।
মামলার বিবরণ ও স্হানীয়দের কাছ থেকে জানা  যায় পাহাড়ি এলাকায় মানাজি গ্রামের মো,শহিদ এক আতংকের নাম। গত ২০/২৫ বছরে তার নানামুখী অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।  এমন কোন অপরাধ নাই যা তিনি করেন না। কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসে নানা অত্যাচার। তার বিরুদ্ধে মারামারি, গাছ চুরির ও অন্যান্য অপরাধে অসংখ্য মামলা রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে দুই মধ্য বয়সী যুবক ও ভুক্তভোগীরা জানান, শহিদ তার নিজের স্বার্থ হাসিল করতে পাহাড়ি এলাকায় এক বিশাল সত্রাসী বাহিনী  গড়ে তুলেছেন। সেই বাহিনী দিয়ে চারিদিকে চুরি,ডাকাতি,ছিনতাই  মারামারি, জবরদখল, বনের গাছ চুরি, প্রাননাশের হুমকি,  ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন। তিনি আইনের তোয়াক্কা না করে  কোচক্ষিরা মৌজায় তোমেজ মন্ডলের ছেলে খাদেম মন্ডল, মজিবর মন্ডল এবং গফুরের ছেলে আব্দুস ছাত্তারের  সরকারি বাগানের নিজ নামের প্লটের গাছ কেটে শহিদ প্রায় ২০ বিঘা জমি  বে-দখল দিয়ে নিজে কলার বাগান স্হাপন করেছেন। তা ছাড়াও শহিদ জয়নালের চালায় ও জুয়েল খার চালায় সরকারি গাছ চুরি করে প্রায় ৩০ বিঘা জমি দখল করে সেখানেও কলার বাগান স্হাপন করেছেন। এ ভাবে শহিদ তার বাহিনী দিয়ে ঝড়কা,চৌরাষা ও দেওপারা বন বিটের আওতাধীন কোচক্ষিরা, চৌরাষা, সাতকুয়া,মাকড়াই,হরিনা,মানাজি, ও সন্ধানপুর মৌজায় বনের বড় বড়  গাছ জোর পূর্বক কেটে নিয়েছেন। ফলে ঐ এলাকায়  সিংহভাগ  বাগানের গাছ নাই বললেই চলে। ফলে পাহাড়ি এলাকায় বন ধ্বংসের নানামুখি যঙ্গলিলা চললেও মানুষ তার জীবনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনা। এরই ধারাবাহিকতায় শহিদ তার দলবল নিয়ে গত ২৬ অক্টোবর রাতে কোচক্ষিরা গ্রামের বায়েজিদ খান এর বাড়িতে গিয়ে তার বেতন ভূক্ত শ্রমিক কে মাইরধর করে এবং দাড়ালো অস্ত্র দিয়ে ছানোয়ার নামের এক শ্রমিকের মাথায় আঘাত করে । বর্তমানে ছানোয়ার ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পরে মালিক পক্ষ বায়েজিদ খান বাদী হয়ে ২৮ অক্টোবর ঘাটাইল থানায় ৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। সেই মামলায় ১নং বিবাদী খোরশেদ আলম  আটক হলেও ২নং বিবাদী মো,শহিদ প্রকাশ্যে এলাকায় ঘুরে ফেরা করছে।  ভুক্তভোগী ও এলাকা বাসির দাবী -সকল অপকর্ম বাস্ত বায়নের মূল হোতা মো, শহিদকে অতি দ্রুত আটক করে আইনের আওতায় নিতে  প্রশাসন কে অনুরোধ জানিয়েছেন তারা।
এ সব অপরাধ ও মারামারির বিষয়ে জানতে চাইলে মানাজি গ্রামের কুখ্যাত বনদস্যু মো, শহিদ প্রশ্ন পাশ কাটিয়ে বলেন মারামারির বিষয়ে আমি কিছুই জানিনা। পূর্ব শত্রুতা করে আমাদের নামে মামলা দেয়া হয়েছে।
বনের জমি দখল ও বার বার গাছ চুরির বিষয়ে জানতে চাইলে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান জানান খোরশেদ বিরুদ্ধে ২৭টি বন মামলা রয়েছে তবে শহিদ এর বিরুদ্ধে কয়টা মামলা আছে দেখে বলতে হবে।