ঢাকাTuesday , 5 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা: শরিফুল  ইসলাম 

Mahamudul Hasan Babu
November 5, 2024 2:27 pm
Link Copied!

এম এ শাহীন : রংপুর মেডিকেল কলেজের সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে অপসারণ দাবিতে ৭ দিনের টানা বিক্ষোভ ও দুই ঘণ্টা কর্মবিরতির পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোঃ মাহফুজার রহমানকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক (শিশু) ডাঃ মোঃ শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক (শিশু) পদে পদায়ন করা হয়েছে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। আরও বলা হয়, ১০ অক্টোবরের মধ্যে বদলি কর্মস্থলে যোগদান করবেন।অন্যথায় তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ডাঃ মোঃ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। এর পরদিন থেকে তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাস জুড়ে আন্দোলন শুরু হয়।তাকে ‘স্বৈরাচার সরকারের দোসর’ উল্লেখ করে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। গত ৭ দিন ধরে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলন কারীরা।