Tue. Nov 26th, 2024

গাংনীতে উপজেলা সাব রেজিস্ট্রার অপসারণ দাবিতে দলিল লেখকদের অবস্থান কর্মসূচি।

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: গাংনীতে উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলামের অপসারণ দাবিতে দলিল লেখকদের অবস্থান কর্মসূচি।

গাংনী ( মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলামের অপসারণ দাবিতে দলিল লেখকদের অবস্থান কর্মসৃচি অনুষ্ঠিত হয় ।

আজ বুধবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা রেজিস্টি অফিস  চত্বরে অবস্থান কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে।
অবস্থান কর্মসৃচির নেতৃত্ব দেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু ও বর্তমান সভাপতি মোঃ ফাকের আলী। অবস্থান কর্মসৃচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কামরুজ্জামান,মীর ফারক, সাদ্দাম হোসেন, রেজাউল হক, আল আমিন হোসেন প্রমুখ।

দলিল লেখক ও স্থানীয়রা জানান, গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম যোগদানের পর থেকে জমি ক্রয় বিক্রয়ে হয়রানি, ও জনদুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের ।
দলিল লেখকরা  প্রতিদিন ১০০ দলিল প্রস্তুত করেন। সেখানে সাব রেজিস্ট্রার নাইমা ইসলাম প্রতিদিন সর্বসাকুল্যে ৩০ থেকে ৪০ টি দলিল  সম্পাদন করছেন।
প্রতিদিনের দলিল রেজিস্ট্রি না হওয়ায়  ভোগান্তির মধ্যে পড়েছে ক্রেতা বিক্রেতারা, গাংনী সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিনের  প্রস্তুত কৃত  ৬০ টি দলিল ফাইল চাপা পড়ে থাকে। যার কারণে সাধারণ মানুষ  হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে।
একটি জমি  রেজিস্ট্রি করতে এক সপ্তাহ ধরে গাংনী সাব রেজিস্ট্রি অফিসে  ধরণা দিতে হচ্ছে। এছাড়াও দলিল লেখকদের সাথে অসদাচরণ করার অভিযোগ রয়েছে।

প্রতিদিন  দলিল সম্পাদন না হওয়ায় বাহির থেকে আসা  চাকুরী জীবি এবং প্রবাসে যাওয়ার জন্য যারা জমি বিক্রয় করতে আসছেন তাদের জমি সঠিক সময়ে রেজিস্ট্রি না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিদিনের  প্রস্তুতকৃত দলিল প্রতিদিন রেজিস্ট্রির দাবীতে এই অবস্থান কর্মসৃচি দিয়েছেন দলিল লেখক সমিতি।

অবিলম্বে এই কর্মকর্তাকে অপসারণ করে নতুন সাব রেজিস্টারের  দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন দলিল লেখক সমিতির সদস্যরা ।

Related Post

Leave a Reply