ঢাকাSaturday , 9 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সেনাবাহিনীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Mahamudul Hasan Babu
November 9, 2024 8:04 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন কুমার দে (৪০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে নিহত ব্যক্তি রংপুর থেকে পীরগঞ্জে আসার পথে দূর্ঘটনার শিকার হন। তিনি রংপুর মহানগরীর উত্তম হাজির হাট পূর্বপাড়ার রাজেন্দ্র কুমারের ছেলে বলে জানাগেছে।
প্রত্যক্ষ দর্শীসূত্রে জানা গেছে, রংপুর থেকে বগুড়াগামী বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭৫-২৯-০২৬৬ নম্বর বাস পীরগঞ্জের জামতলা নামক স্থানে পৌছালে পালসার মোটরসাইকেলটিকে (রংপুর-ল ১২-২৫৫৭) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রতন কুমার দে। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, অসাবধানতা বশত রাস্তা পাড়াপাড়ের সময় বাসের ধাক্কায় আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষনা করেন।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।