ঢাকাSaturday , 9 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর নওদাপাড়া এন,পি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষ সংকট। ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ সময়ের দাবী

Mahamudul Hasan Babu
November 9, 2024 2:06 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া এন,পি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। ‘শিক্ষায় জাতির মেরুদন্ড ’ এই মূল মন্ত্রে এলাকায় শিক্ষার আলো জ্বালানোর লক্ষ্যে ১৯৯৮ ইং সালে ছায়া সুনীবিড় মনোরম পরিবেশে গ্রামের পার্শ্বে নির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। দক্ষ শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে গ্রামীণ জনপদে শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়টি অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
কাজীপুর ইউপির অন্তর্গত এন,পি মাধ্যমিক বিদ্যালয় (যার বিদ্যালয় কোড(শিক্ষাবোর্ড) নং- ৫৮৩৩ এবং ইআইআইএন কোড নং-১১৮২৩৩) । বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪ শতাধিক ছাত্র ছাত্রী শিক্ষালাভ করছে। প্রতিটি শ্রেনীকক্ষে ৭০/৭৫ জন করে শিক্ষার্থী পাঠগ্রহন করে থাকে। বিদালয়টি মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্তি লাভ করার পর ২০০৭ সালে এসএসসি’র প্রথম ব্যাচ পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করে। অধিক সংখ্যক শ্ক্ষিার্থীদের শ্রেনি কক্ষে জায়গার সংকুলান না হওয়ায় ইতোমধ্যেই স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকমন্ডলীদের আন্তরিকতায় নিজেদের অর্থায়নে আধাপাকা টিনসেড নির্মাণ করে কোনরকমে পাঠদান করানো হচ্ছে। টিনের ছাউনি দেয়া ছোট ছোট কক্ষে অধিক সংখ্যক শিক্ষার্থী নিয়ে ঠাসাঠাসি করে বসিয়ে পাঠদান করানো খুবই কষ্টকর হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বিদ্যালয়টির শিক্ষার গুনগত মানোন্নয়ন করা সম্ভব হচ্ছে না জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ শিক্ষকমন্ডলী। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষা বান্ধব এই অন্তবর্তীকালীন সরকার নানা উন্নয়নমূখী কাজ করে যাচ্ছেন। ২ যুগ পর বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও অবকাঠামোগত উন্নয়ন অদ্যাবধি হয়নি।
প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ শিক্ষকমন্ডলীর আন্তরিককতায় নিজস্ব অর্থায়নে ভাঙ্গা চোরা আধাপাকা টিনসেডের কয়েকটি শ্রেণিকক্ষ নির্মাণ করে কোন রকমে পাঠদান করানো হচ্ছে। শ্রেণিকক্ষ ছাড়াও রয়েছে বেঞ্চ ও চেয়ার টেবিলের সমস্যা।৫ টি শ্রেনি কক্ষে মাত্র বিদ্যালয়ের টিনসেডের কক্ষে জানালা না থাকায় পর্যাপ্ত আলো-বাতাস ঢুকতে পারে না।ফলে প্রচন্ড গরমে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে ক্লাস করতে পারে না। বেশীরভাগ কক্ষে ছাউনির টিন পুরাতন ও জরাজীর্ণ ,ছিদ্র হয়ে গেছে। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই ক্লাস নেয়া সম্ভব হয় না।অনেক সময় আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি দিতে হয়। জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয়ে মেয়েদের জন্য তেমন প্রশস্ত কমনরুম নেই। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, আমাদের জন্য তেমন বিশ্রামাগার নেই। ইনডোর গেম খেলার জন্য ক্যারাম বোর্ড, লুডু, দাবা বোর্ড তেমন উপকরন বা স্পেস নাই। এমনকি মেয়েদের জন্য সুন্দর ওয়াশ রুম নেই।
বিদ্যালয়ে সুদক্ষ, যোগ্য ও দূরদৃষ্টি সম্পন্ন প্রধান শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত ১৬ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীদের বসার তেমন কোন অফিস কক্ষ নেই।বিদ্যালয়ে বর্তমানে ১ জন শিক্ষক নন এমপিও রয়েছেন। তবুও একঝাঁক সুদক্ষ শিক্ষকদের দায়িত্ববোধ ও আন্তরিকতায় বিদ্যালয়টি শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মন কেড়েছে। শিক্ষার পরিবেশ ও পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হয়ে আশে পাশের গ্রাম গুলো থেকে শিক্ষার্থীরা নওদাপাড়া এন,পি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্র্তি হচ্ছে। শিক্ষা ছাড়াও খেলাধুলা , বিভিন্ন কালচারাল প্রতিযোগিতা যেমন রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতাতেও সাফল্য অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকল জাতীয় দিবসগুলো যথাযথঃ মর্যাদায় পালন করা হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলে এন,পি মাধ্যমিক বিদ্যালয়টি ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে। যেন ভাঙ্গা ঘরে চাঁদের আল্ োছড়িয়ে পড়েছে। উক্ত বিদ্যালয় থেকে অধ্যয়ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে অনেকেই উচ্চ শিক্ষা লাভ করছে।অনেকেই ভাল ভাল জায়গায় চাকরীতে অধিষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে বিদ্যালয়ের নানা সমস্যা চোখে পড়েছে। অসংখ্য শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে শ্রেনি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। ৮ম শ্রেণির শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী, জুলি, ইভা, ফারহানা, সুমাইয়া জানিয়েছে , আমরা ক্লাসে প্রায় ৮৫ জন শিক্ষার্থী ঠাসাঠাসিভাবে বসে ক্লাস করে থাকি। এক বেঞ্চে ৫/৬ জন করে বসতে হয়। গরমে কষ্ট হয়। শিক্ষক স্বাচ্ছন্দে পাঠদান করাতে পারেন না। আমরা একটি সুন্দর একাডেমিক ৪তলা বিশিষ্ট বিল্ডিং চাই। এমনটাই দাবি সব শ্রেণির শিক্ষার্থীদের।
কথা বলে জানা গেল স্কুলের সমস্যা সম্ভাবনার কথা। বিদ্যালয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার কোন সুযোগ নেই। বিল্ডিং না থাকায় ল্যাব বরাদ্দ পাওয়া যায়নি । দক্ষ শিক্ষক মন্ডলী থাকলেও প্রজেকক্টরের সাহায্যে সহজবোধ্য হাতে কলমে শিক্ষা প্রদান করা থেকে আমরা বঞ্চিত রয়েছি। অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে আজ নওদাপাড়া এন,পি মাধ্যমিক বিদ্যালয়টি একটি প্রতিষ্ঠিত শিক্ষাঙ্গন হিসাবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা বান্ধব সরকারের সদিচ্ছায় স্কুলটি এমপিও ভুক্ত হয়েছে। স্কুল পরিচালনা কমিটিসহ গ্রামের গণমান্য ব্যক্তিদের দিক নির্দেশনা ও সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান শিক্ষা বিষয়ক উপদেষ্টা মহোদয়ের মহানূভবতা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা সেই প্রত্যাশা করি। একটি বহুতল বিশ্ষিট একাডেমিক ভবন এখন সময়ের দাবী। ভবন নির্মাণকল্পে ইতোমধ্যে উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করা হয়েছে।
এব্যাপারে শিক্ষার সুন্দর পরিবেশ গড়তে এবং শ্রেণি সংকট সমস্যা সমাধানকল্পে অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষা প্রকৌশলী , জেলা শিক্ষা কর্মকর্তা তথা আমাদের আপনজন অন্তর্বতীকলীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামসহ শিক্ষকমন্ডলী ও স্থানীয় সচেতনমহল এবং শিক্ষার্থীবৃন্দ। বর্তমান শিক্ষা বিষয়ক উপদেষ্টা মহোদয়ের মহানূভবতা আমাদের অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করি।