ঢাকাMonday , 11 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবীশদের কর্মবিরতি অব্যাহত

Mahamudul Hasan Babu
November 11, 2024 10:48 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবীশদের এক দফা দাবীতে কর্ম বিরতি অব্যাহত রয়েছে। ফলে জমি ক্রেতাদের জাবেদা নকল প্রাপ্তির ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সারা দেশের সাব-রেজিষ্ট্রি অফিসের নকলনবীশগন তাদের চাকুরী সরকার করনের দাবীতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন। এ আন্দোলনের অংশ হিসেবে তারা গত ২০ অক্টোবর থেকে লাগাতার কর্ম বিরতি শুরু করেছেন। এ কর্মসূচীর ফলে পীরগঞ্জ উপজেলা সাব -রেজিষ্ট্রি অফিসের ৪১ জন নকলনবীশও কর্ম বিরতি অব্যহত রেখেছেন। তারা বালাম বাইয়ে রেজিষ্ট্রিকৃত দলিল লিপিবদ্ধ করছেন না এবং রেজিষ্ট্রিকৃত দলীলের নকল সরবরাহ করেতে পারছেন না। ইতিমধ্যে উক্ত অফিসে প্রায় ২ শতাধিক জমি ক্রেতা নকল সরবরাহের জন্য আবেদন করলেও তারা দলিলের নকল পাচ্ছেন না। কবে পাবেন তাও অনিশ্চিত। তাই তারা এ ব্যাপারে সরকারের জরুরী দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে পীরগঞ্জ নকল নবীশ সমিতির সভাপতি আঃ সালাম জানান, আমরা সরকারকে সহযোগীতা, অথচ আমাদের কোন পরিবর্তন হচ্ছে না। আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই আমরা জীবন জীবিকার প্রয়োজনে আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। আমাদের আশা সরকার আমাদের প্রতি সদয় হবেন।