Fri. Dec 13th, 2024

গাংনীতে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) , ঢাকা এর আয়োজনে এবং গাংনী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নারায়নগঞ্জ থেকে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেশব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে নারায়নগঞ্জের নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) , ঢাকা এর মহা পরিচালক ( গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম,নারায়নগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা কমান্ডান্ট জাহিদ হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সিফাত মেহনাজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, এনআইএলডি’র কোয়ার্ডিনেটর আঃ জলিল মল্লিক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি সিফাত মেহনাজ প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ গুলো হলো দেশের স্থানীয়ভাবে ছোট ছোট সরকার। তাই দেশের সার্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার বিভাগের সমস্তরকম উন্নয়ন বাস্তবায়ন করা হয় ইউনিয়ন পরিষদেও মাধ্যমে। স্থানীয় সরকারের জন প্রতিনিধিহিসেবে চেয়ারম্যান ও মেম্বরদের কাজে সহায়তা করে থাকেন গ্রাম পুলিশবৃন্দ। তাই গ্রাম পুলিশদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগ বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা পরিষদের কার্যক্রম ও আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হবে। আপনারা গ্ররুত্ব সহকাওে এই প্রশিক্ষণ গ্রহন করবেন বলে আমি আশা রাখি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ,গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ। মাসব্যাপী প্রশিক্ষণে সমন্বয়কারি ও ফ্যাসিলেটেটর হিসেবে রয়েছেন , পিআইও প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহন করেন। গাংনী উপজেলা অডিটোরিয়ামে আবাসিক প্রশিক্ষন কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

Related Post

Leave a Reply