ঢাকাMonday , 11 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোন  রিজিয়া খাতুনের মৃত্যু

Mahamudul Hasan Babu
November 11, 2024 3:52 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘণ্টা পর ছোট বোন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিজিয়া খাতুনের মৃত্যু হয়েছে।ইন্তেকাল করেছেন।( ইন্না——রাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।রিজিয়া খাতুন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ছিলেন।

এর আগে ভোরের দিকে তার বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমানের মৃত্যু হয়। এর ঠিক ৮ ঘণ্টা পর ছোট বোন রিজিয়া খাতুন মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হয়েছ1। মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ও তার বোন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিজিয়া খাতুনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান,সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

সোমবার ভোরের দিকে মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান মৃত্যুবরণ করেন এর টিক ৮ ঘণ্টা পর তার বোন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিজিয়া খাতুন মৃত্যুবরণ করেন।