বাদশা আলম বগুড়া প্রতিনিধি.এককালের প্রমত্তা বগুড়ার করতোয়া নদী এখন দখল ও দূষণে অস্তিত্ব বিলীনের পথে। নদীটির অধিকাংশ জায়গা দখল করে প্রশাসনের চোখের সামনেই কখনো দিবালোকে আবার কখনো রাতের আধাঁরে খননযন্ত্রের মাধ্যমে মাটি খননে মেতেছে এলাকার প্রভাবশালী এক ব্যবসায়ী। এহেন খননযজ্ঞ চলছে বগুড়ার শেরপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন(বৃন্দাবনপাড়া) এলাকায় করতোয়া নদীতে। এর ফলে সরকারের এলজিইডি বিভাগ কর্তৃক প্রায় কোটি টাকা ব্যয়ে নদীর ওপর নির্মিত ব্রীজ ঝুঁকির মুখে রয়েছে। তবে আওয়ামীলীগ সরকার গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাসের মাথায় করতোয়া নদী অবৈধভাবে খনন করছে একই এলাকার প্রভাবশালী বিএনপি ও শ্রমিক নেতা আলহাজ্ব ইছাহাক আলী। তার ভয়ে কিছু বলতে পারছেন না শান্তি প্রিয় এলাকাবাসী। এ নিয়ে স্থানীয় প্রশাসন অজ্ঞাতকারণে নিরব ভূমিকা পালন করায় স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গত ১১ নভেম্বর সোমবার বিকালে শেরপুর উপজেলার পৌর শহরের গোশাই মহারাজের কাচারী (উপজেলা ভূমি অফিস) এলাকায় গিয়ে দেখা যায়, করতোয় নদীতে এক মাটি খনন যন্ত্র (এক্সেভেটর) মেশিন দিয়ে খুঁড়ে মাটি তোলা হচ্ছে। এ মাটি খনন করেছেন স্থানীয় প্রভাবশালী আলহাজ¦ ইছাহাক আলী। তিনি শেরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। নদী থেকে এমনভাবে মাটিকাটা হচ্ছে যে, এ নদীর ওপর নির্মিত ব্রীজটি বৃন্দাবনপাড়া জনগনের শহরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। সরকারি পরিকল্পনাবিহীন অবৈধভাবে নদী থেকে মাটি খনন(ব্রীজ সংলগ্ন) করলে ব্রীজটি ঝুঁকির মুখে পড়ছে। চোখের ওপর নদীটির এমন বেহাল দশা দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও প্রশাসন পালন করছে নীরব ভূমিকা। এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালীদের ভয়ে তারা কিছু বলতে পারছেন না।
অথচ বগুড়ায় নদীরক্ষায় জেলার প্রায় সবগুলো উপজেলা সার্ভেয়ারদের নিয়ে নদী রক্ষা কমিটি করে দিলেও নদী খনন যজ্ঞ বন্ধে অনেকটাই উদাসীনতায় শংকিত করে দিয়ে সচেতনমহলদের।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন নদী রক্ষায় সামাজিক সচেতনতার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও প্রশাসনের নড়বড়ে ভূমিকায় চলছে লাগামহীন নদী দখল ও দূষণ। দিনের আলোতেই প্রভাবশালীরা বিরামহীন নদী দখলের উৎসব চালালেও নজরে আসছে না সংশ্লিষ্ট দপ্তরের। আর এসব অনিয়ম স্থানীয় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)র দৃষ্টিতে আনার পরও অজ্ঞাতকারণে অনেকটাই নিরব থাকতে দেখা যাচ্ছে।
উপজেলার বৃন্দাবনপাড়া, গোশাইপাড়া ও পালপাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, যেভাবে মাটি খননের মাধ্যমে নদী দখল করা হচ্ছে তা যদি এখনই লাগাম টেনে না ধরা হয়, তাহলে করতোয়া নদী এক সম েেয দখল হয়ে যাবে কেউ জানতেও পারবে না। অন্যদিকে অবৈধভাবে মাটি খনন ও পাশের জমি ভরাট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওই প্রভাবশালী ব্যবসায়ী। এভাবে চলতে দেয়া যায় না। নদী রক্ষায় সবাই কেমন যেন নির্বিকার।
নদী আইনে বলা হয়েছে নদী দখল, অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ, নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে করতোয়া নদী খনন পূর্বক কৌশলে দখলের নীল নকশা করা হচ্ছে।
করতোয়া নদী থেকে মাটি খনন প্রসঙ্গে ব্যবসায়ী ও শ্রমিক নেতা আলহাজ¦ ইছাহাক আলী বলেন, নদীর উভয় পাশে আমার ব্যক্তি মালিকানা সম্পত্তি। তবে নদী থেকে কিছুটা মাটি কেটে পুকুরের পাড় নির্মাণ করছি, কিন্তু বিক্রি করছি নাতো। আর নদী কি ব্যক্তি সম্পত্তি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নদী একদিন খনন করবেই সরকার। তাহলে সেটি যদি আমি খনন করে পানি চলাচল স্বাভাবিক করে দেই, তাহলে দোষের কি!
তবে সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল বলেন, করতোয়া নদী থেকে অবৈধভাবে মাটি খনন বন্ধে সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, তিনি বন্ধও করে দিয়ে এসেছে বলে জেনেছি, তারপরেও যদি অভিযোগ আসে তাহলে সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তাছাড়া স্থানীয় প্রভাবশালী আলহাজ¦ ইছাহাক আলী ইতিপূর্বে ২০০৩-০৪ সালে একই কায়দায় করতোয়া নদীর ওই স্থানটি খনন করেছিল এবং নদীর উভয় দু’ধারে পাড় তৈরী করে অবৈধ দখল করেছিল। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বাধ(পাড়) ভেঙ্গে দেয় তৎকালীন প্রশাসন এবং ওইস্থানে ২০১০ সালে একটি ব্রীজ নির্মাণ করে সংশ্লিষ্ট বিভাগ। তবে প্রায় ২০ বছর পর ওই প্রভাবশালী ইছাহাক আলী পুনরায় করতোয়া নদীতে এহেন কর্মকাণ্ডে এলাকায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে সচেতন মহলের ধারণা।