ঢাকাWednesday , 13 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Mahamudul Hasan Babu
November 13, 2024 8:26 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে পড়ে মোমিনুল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় ধর্মচাকী পশ্চিমপাড়া গ্রামের প্রতিবেশীর পুকুরের পানিতে ডুবে মারা গেছে মোমিনুল ইসলাম। নিহত শিশু মোমিনুল ইসলাম গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় রবিউল ইসলাম (সাবেক মেম্বর)ঐ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে ঐ পুকুরের পাড়ে খেলা করতে যায়। অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। বন্ধুরা দৌড়ে বাড়িতে খবর দিলে মোমিনুলের মা খোঁজাখুজি করার একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাড়াতাড়ি করে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার আব্দুল আল মারুফ শিশু মোমিনুলকে মৃত ঘোষনা করেন। সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বানী ইসরাইল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।