Fri. Dec 13th, 2024

ঝিকরগাছায় প্রতিবেশী মাদকাসক্ত ফুপুর হাতে শিশু সাদিয়া খুন : খুনী চম্পা পুলিশের হাতে আটক

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় প্রতিবেশী মাদকাসক্ত ফুপুর হাতে সাদিয়া খাতুন (৭) নামে এক শিশু খুন হয়েছে। সাদিয়া উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের দিনমজুর বাবলুর রহমান বাবুর মেয়ে ও নায়ড়া মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় খুনী প্রতিবেশী মাদকাসক্ত ফুপু চম্পা পুলিশের হাতে আটক হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু সাদিয়া। স্থানীয় পর্র্যায়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে, তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর সন্দেহের কথা জানান। সন্দেহ অনুযায়ী থানা পুলিশ চম্পা খাতুনকে আটক করেন। পরবর্তীতে চম্পার স্বীকারোক্তিতে রাত ১২টার দিকে বাড়ির পাশে একটি বাগান থেকে ১৩ ঘণ্টা পর শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার হয়। গাঁয়ের গেঞ্জি দিয়ে সাদিয়ার শ্বাসরোধ করে হত্যা করেছে খুনী প্রতিবেশী মাদকাসক্ত ফুপু চম্পা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়ার গলায় এবং কানে থাকা স্বর্ণের গহনার লোভে অভিযুক্ত চম্পা ভিকটিমের পরিহিত জামা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেছে। চম্পার বিরুদ্ধে এর আগে ছোটখাটো চুরির অভিযোগ আছে এবং সে মাদকাসক্ত বলে গ্রামবাসী জানিয়েছে।

নিহতের দাদা জানান, মঙ্গলবার দুপুর থেকে সাদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ঝিকরগাছা থানায় একটি জিডি করা হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশী ফুপু চম্পার সাথে শেষবার দেখা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, শিশু সাদিয়া মঙ্গলবার সকাল অনুমান ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয়। পরিবারের পক্ষে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার দিনমজুর অসহায় পিতা থানায় এসে একটি অভিযোগ করেন। এ সময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা আমাদেরকে অবগত করেন। সন্দেহ অনুযায়ী চম্পাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হলে তার স্বীকারোক্তিতে তাদের বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে আটক চম্পা খাতুন প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত সাদিয়ার মরদেহ যশোরের ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

Related Post

Leave a Reply