ঢাকাWednesday , 13 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ চলছে

Mahamudul Hasan Babu
November 13, 2024 3:40 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) , ঢাকা এর আয়োজনে এবং গাংনী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন, মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সিফাত মেহনাজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, এনআইএলডি’র কোয়ার্ডিনেটর আঃ জলিল মল্লিক, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি সিফাত মেহনাজ প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ গুলো হলো দেশের স্থানীয়ভাবে ছোট ছোট সরকার। তাই দেশের সার্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ। তাই গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়ন ও যোগ্য করে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগ বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে পরিষদের কার্যক্রম ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হবে। গ্রাম পুলিশ বাহিনী স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল বাহিনী।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্য সাদা কালো মার্জিত পোশাকে অংশগ্রহন করছেন। গাংনী উপজেলা অডিটোরিয়ামে আবাসিক প্রশিক্ষন কোর্সে গ্রাম পুলিশদের নিয়মানুবর্তিতা, সময় সম্পর্কে সচেতনতা সৃষ্টি ,সারিবদ্ধভাবে যাতায়াত, শারিরীক ব্যায়াম, শৃঙ্খলাবোধ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।