মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রংপুর-ঢাকা মহাসড়ক বৈষম্য বিরোধী ছাত্র জনতা দুপুরে ঘন্টা ব্যাপি ব্লকেড করে। অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশে ছাএ জনতার মধ্যে বক্তব্য রাখেন নাহিদ সরকার, মাসুম বিল্লাহ, সিয়াম মিয়া, আরিফ মিয়া, রজব আলী, রাজেদ আলী ও স্বপন মিয়া। এসময় বক্তারা তাদের ৩ দফা দাবি তুলে বলেন, সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমুলক নীতি প্রণয়নে উত্তর বঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্টানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেই সাথে প্রত্যেক উপদেষ্টা কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অন্তবর্তীকালীন সরকারে রাখা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ গ্রহন করতে হবে।
এ সময় ঘন্টাব্যাপি বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে হুশায়ারি দেন নের্তৃবৃন্দ পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে ।