ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে পৃথক সড়ক দূঘটনায় শিশুসহ অজ্ঞাত বৃদ্ধা নিহত

Mahamudul Hasan Babu
November 16, 2024 4:59 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে পৃথক সড়ক দূঘটনায় শিশুসহ অজ্ঞাত বৃদ্ধা মহিলা নিহত হয়েছে বলে জানা গেছে। গাংনী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ইব্রাহীম (১৫)নামের একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের অদূরে সামনের সড়কে। নিহত ইব্রাহীম উপজেলার তেরাইল গ্রামের আজগর আলী শাহ এর ছেলে। অন্যদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের চাদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহীম জোড়পুকুরিয়া বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় জোড়ুকুরিয়া বাজারের অদূরে পৌছালে সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সজোরে ধাক্কা লাগলে ইব্রাহীম পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় রক্তাক্ত জখম হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার ইব্রাহীমের অবস্থা আশঙ্কাজনক ভেবে কৃষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরে পথিমধ্যে ইব্রাহীম মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত অফিসার বানী ইসরাইল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।