Sun. Nov 24th, 2024

পঞ্চগড় চিনিকল যত দ্রুত সম্ভব আমরা চালু করার চেষ্টা করছি-  পঞ্চগড়ে শিল্প উপদেষ্টা

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা পঞ্চগড় চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি।আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব। আমরা আপনাদের সহযোগিতায় শুরু করতে পারব।
১৬ নভেম্বর বিকেলে পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় সুগার মিল বন্ধ করার পর এই প্রথম পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এসব কথা বলেন।
পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি। এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা।
এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশা আরো আগায় নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,ছাত্র-ছাত্রীদের অবদানের যথাযথ যেন স্বীকৃতি দিতে পারি আমরা।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন, ,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি প্রমূখ।

Related Post

Leave a Reply