ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নায়ক রুবেলসহ ৩জন আহত

Mahamudul Hasan Babu
November 16, 2024 5:13 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় নায়ক রুবেলসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস জানায়, নায়ক রুবেলসহ আরো পাঁচজন একটি হাইয়েক্স গাড়িতে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার সমাদ্দার এলাকায় তাদের বহনকারী গাড়ী বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশ^বর্তী গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেল, ওমর ফারুক ও মো. কবির নামে তিন জন হয়। পরে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।