ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা হয়নি -উপদেষ্টা শারমিন মুর্শিদ

Mahamudul Hasan Babu
November 16, 2024 5:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার  : রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে কোন আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমী চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেনে তিনি।
উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না, এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনা গুলো আমাদের সংকুচিত করে দেয়। আমোদের সংকিন্ন করে দেয়। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো সুধরীয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছে, উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছেটা করে নয়, কাউকে বড় করে নয়।
চট্রগ্রাম বিভাগে থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কোন বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। আমি একটা আপনাদের কথা বলি, বিগত সময়ে ফরিদপুর থেকে কি পরিমান লোক এসেছে। ভরে গেছলো না। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। এই এলাকায় যতখানি, মেধা, শ্রম ও অর্থ দিবো, তা অন্য এলাকাতেও দিবো।
এর আগে শিল্পকলা একাডেমী হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে জুলাই আগস্টে রংপুর বিভাগের সকল শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।