ঢাকাSaturday , 16 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Mahamudul Hasan Babu
November 16, 2024 5:20 pm
Link Copied!

রবিউল আলম বাদল ঘাটাইল থেকেঃ -টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আল আমিন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি গ্রামে রিপনের সাথে আল আমিনের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আজ উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আল আমিনসহ ৯ জন আহত। পরে গুরুতর আহত অস্থায় আল আমিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) রকিবুল ইসলাম জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ৬জন কে আটক করা হয়েছে।