ঢাকাMonday , 18 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান মফিজুর গ্রেফতার

Mahamudul Hasan Babu
November 18, 2024 7:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  :মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মফিজুর মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম এবং স্কোয়াড কমান্ডার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা
অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ক্যাম্প কমান্ডার আশরাফউল্লাহ পিপিএম জানান, চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাসপাতাল এলাকায় মফিজুর রহমান অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী কার্যকলাপের অভিযোগে গত ১৯ আগস্ট মেহেরপুর সদর থানায় একটি মামলা হয় । যার মামলা নং-৬। মামলার পর থেকে সে আত্মগোপনে ছিল। আজ সোমবার তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।