ঢাকাWednesday , 20 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে পৈত্রিক জমি রক্ষায় আদালতের দারস্থ

Mahamudul Hasan Babu
November 20, 2024 10:47 am
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পৈতৃক জমি রক্ষায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে মামলা করেছেন ভূক্তভোগী জমির মালিক আসিফ সরকার। তার দায়েরকৃত মামলা এম আর নং-১২২৯/২৪ তারিখ ৭.১১.২০২৪ খ্রি.। এ ঘটনায় উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার বড়মির্জাপুর গ্রামের মৃত. আব্দুস ছামাদের ছেলে গোলজার হোসেন গত রোববার লোকজন নিয়ে বর্ণিত জমি দখলের চেষ্টা করে।
তফশীল সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ ভগবানপুর মৌজার ৭২ নম্বর এসএ খতিয়ান ভূক্ত এসএ ১০ দাগের ৭৩ শতক জমি ২০ মে ১৯৬৬ সালের ৬০৬১ সার্টিফিকেট কেস মুলে প্রাপ্ত হন দছিম উদ্দিনের ৭ ছেলে। উক্ত দাগে ৭ ভাই সমান জমির মালিক হন। বিগত ২১ মে ১৯৮৬ তারিখে ৬৭৭১ দলিল মূলে অপর ভাই নুরুল হক সরকার ৭ শতক জমি এমদাদুল সরকারের কাছে বিক্রি করেন। সার্টিফিকেট কেস ও ক্রয় মুলে ১০ দাগে ১৭.৪২ শতক জমি চাষাবাদ কারকালীন সময়ে এমদাদুল সরকার এর মৃত্যুর পর তার ৪ ছেলে ও স্ত্রী নূরুল হক এর ৩.৪২ শতক ও সামছুল হক এর ১০.৪২ শতকসহ মোট ৩১.৫০ শতক জমি চাষাবাদ করেন। এলাকাবাসী জানায়, জমিতে সকল ভাইয়ের সমান অংশ থাকলেও গোলজার হোসেন বিগত ১৯৯০ সালে ৫ মে ৭০৯৪ দলিল মুলে আব্দুস সাত্তার সরকারের নিকট থেকে উক্ত দাগেই ৫০ শতক জমি ক্রয় করেন। পীরগঞ্জ থানার এ এসআই নুর আলম উক্ত জমির উপর ১৪৪ ধারার নোটিশ জারী করেছে।