আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ গাংনীতে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার সময় গাংনী পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) কার্যকরী সদস্যদের নিয়ে কার্যপরিধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গাংনী পৌরসভার প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা বিনির্মাণে সকল সদস্যদের সহযোগিতা কামনা করে পৌর প্রশাসক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
গাংনী পৌরসভার সদস্য সচিব সহকারী প্রকৌশলী শামীম রেজা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মো. সাদ্দাম হোসেন,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মারুফ,গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা শিক্ষা অফিসার বসিরউদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ ।
প্রশিক্ষণে ফ্যাসিলেটেটর হিসেবে উপস্থিত ছিলেন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি-৪)এর আঞ্চলিক সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী (এলজিইডি) সদ্বীপ মন্ডল, সিডিএ মনিরুজ্জামান মহসিন প্রমুখ।
এচাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, পিএসকেএস’র প্রকল্প পরিচালক কামরুজ্জামান,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, ওয়ালটন শো রুমের মালিক সাজু, সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, সাবেক কাউন্সিলর এনামুল হক, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মারুফ পলাশ,প্রবীণ খেলোয়াড় ইয়ামিন আলী বাবলু, বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পৌরসভার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নে টিএলসিসি’র সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উন্নয়নমূলক কাজের গুনগত মান বজায় রাখা সম্পর্কে আলোচনা ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। এসময় প্রশিক্ষণে ট্রেনার বৃন্দ প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও প্রত্যাশা ব্যাখ্যা, প্রশিক্ষণ কর্মসুচির ব্যাখ্যা, প্রশিক্ষণের নিয়মকানুন উপস্থাপন, টিএলসিসির ধারণা,গুরুত্ব ও আইনগত ভিত্তি, টিএসিসির গঠন কার্যক্রম, টিএলসিসির কার্যপরিধি, গতিশীল টিএলসিসির বৈশিষ্ট্য ও গতিশীল করা উপায়, এবং টিএলসিসি সভার উদ্দেশ্য, গুরুত্ব, করণীয়, পরিচালনার ধাপসমূহ নিয়ে ব্যাপক আলোচনা ও অবহিতকরণ করা হয়।