ঢাকাWednesday , 20 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন রক্তাক্ত জখম

Mahamudul Hasan Babu
November 20, 2024 2:10 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম   : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

বুধবার দুপুরে বামন্দী বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন-বামন্দী বাজার এলাকার মৃত দেলবার মন্ডলের ছেলে আজিজুল হক ( ৬৮),আজিজুলের ছেলে দুলাল হোসেন ( ৩৬), জালাল উদ্দীননের স্ত্রী রেকসােনা খাতুন(৩০), জালিমুদ্দীনের ছেলে মজিবুল হক (৪০),আকিজুল ইসলামের দু’ছেলে জালাল উদ্দীন (৪০), ও নাইম (২০)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিমা বিশ্বাস।আহত নাইম জানান, বামন্দী বাজারের তিন ৩৮ শতক জমির মধ্যে তিন শতক জমি আছে মক্কর আলীর ছেলে রাজমুল ইসলামের। আমরা তিন শতক জমি নেয়ার শর্তে রাজমুলকে ৮ শতক জমি দিই । পরে রাজমুল তার ৩ শতক জমি পূনরায় ফিরিয়ে নেয়ার জন্য আমাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

বুধবার তার লােকজন নিয়ে ওই জমি দখল করতে আসলে,আমার লােকজন বাঁধা প্রদান করে। এসময় রাজমুল ও তার লােকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তারা কয়েকটি দোকানে হামলা চালায় এবং নগদ টাকা লুটপাট করে। হামলায় নেতৃত্বদানকারী রাজমুল হােসেন জানান,আজিজুল ইসলাম আমার মামা। আমার মায়ের শরীকানা জমির অংশ দখল দেয়না। সেই জমি দখল নিয়ে আজকের মারামারি হয় । তবে টাকা লুট ও দোকান ভাঙচুর করার বিষয়টি মিথ্যা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে বামন্দী বাজারে মারামারির ঘটনা শুনে পুলিশ তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।