ঢাকাWednesday , 20 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ সাবেক ইউ,পি চেয়ারম্যান গ্রেফতার।। 

Mahamudul Hasan Babu
November 20, 2024 3:44 pm
Link Copied!

এম,এ কুদ্দুস,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বিরলে মাদক ও দেশীয় অস্ত্রসহ উপজেলার ১নম্বর আজিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন (৪০) কে  গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে বাসা থেকে মাদকদ্রব্য ও-মরফেন- ৩পিস ৭২ পিস (টাপেন্টাডল) টেবলেট ও ১২ টি দেশীয় ধারালো অস্ত্র সহ ১নং ইউ,পির সাবেক চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন (৪০) কে আটক করা হয়।  নাজমুল হায়দার স্বপন অত্র ইউনিয়নের রাজুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম এর ছেলে।
বিরল থানার (ভার:) অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে জানান সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যের বিরল থানাধীন ধুকুরঝারী এলাকায় যৌথ অভিযান চলা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১নং আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া গ্রামে নাজমুল হায়দার স্বপন এর বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য এবং দেশীও অবৈধ অস্ত্র মজুদ করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টার  সময় বাজুরিয়া গ্রামের আসামী মোঃ নাজমুল হায়ানার স্বপন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে নেশাদ্রব্য ও-মরফেন ৩পিস  ৭২ পিস ( টাপেন্ডাডল) ট্যাবলেট ও দেশীয় ধারালো ১২ টি অস্ত্র সহ নাজমুল হায়লার স্বন্দরে হাতে নাতে আটক করা হয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ৩৬(১) এর ২৯(ক) ধারা তৎসহ The Arms Act 1878 of 19(F) ধারার মামলায় আসামী নাজমুল হায়দার স্বপন কে আদালতে প্রেরণ করা হয়েছে।