ঢাকাThursday , 21 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী দলের সদস্যদের জেলা প্রশাসনের সংবর্ধনা 

Mahamudul Hasan Babu
November 21, 2024 8:35 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২০২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
নিরাপত্তা নিশ্চিত সহ ক্রীড়াঙ্গেনর উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আস্বাস দেন জেলা প্রশাসক।
পরে আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২০২৪ বিজয়ী দলের সদস্য মোছা. সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য- চলতি বছরের গত ৩০ অক্টোবরে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা।