ঢাকাThursday , 21 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
November 21, 2024 10:58 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ‘ প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘ ’ কার্যালয়ে জাতীয় পতাকা ও প্রতিরক্ষা বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। পরে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও উপজেলা সৈনিক সেবা সংঘের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সরকারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এ.কে.এম ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট তাহেরুল ইসলাম, রেজাউল করিম, আনোয়ার হোসেন,অবসরপ্রাপ্ত করপোরাল আব্দুল আলী (সাকি), অবসরপ্রাপ্ত এলসিপিএল আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর ‘ সশস্ত্র বাহিনী দিবস’ পালন করা হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত ‘ বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমনের সূচনা করে। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা,দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা সহ সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।